Search Suggest

Pothik Nobi – Amar Ekta Nodi Chilo (আমার একটা নদী ছিল) Lyrics


Pothik Nobi – Amar Ekta Nodi Chilo (আমার একটা নদী ছিল) Lyrics


নদীর জল ছিলনা...
হো... হো... ... ... নদী...

নদীর জল ছিলনা, কূল ছিল না,
ছিল শুধু ঢেউ.. আমার একটা..
আমার একটা নদী ছিল, জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল, জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা, কূল ছিল না,
ছিল শুধু ঢেউ.. আমার একটা..
আমার একটা নদী ছিল, জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল, জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা, কূল ছিল না,
ছিল শুধু ঢেউ.. আমার একটা..
আমার একটা নদী ছিল, জানলোনা তো কেউ

সেই ঢেউয়েতে ভেসে ভেসে, নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে
সেই ঢেউয়েতে ভেসে ভেসে, নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে
এখন আমি সাঁতার কাটি, সাঁতার ভোলা কেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল, জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল, জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা, কূল ছিল না, ছিল শুধু ঢেউ
আমার একটা...

বাঁক ছিল তার শাঁখে শাঁখে, হো... হো
শাঁখে শাঁখে বাঁকে বাঁকে
বাঁক ছিল তার শাঁখে শাঁখে, হো... হো
শাঁখে শাঁখে বাঁকে বাঁকে
বাঁকে বাঁকে জমলো মেলা
সে বাঁকে বাঁকে জমলো মেলা
মেলার ভীড়ে একলা একা, সুজন হারা কেউ
আমার একটা...

আমার একটা নদী ছিল, জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল, জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা...
হো... ... হো... ...
নদীর জল ছিলনা, কূল ছিল না, ছিল শুধু ঢেউ
আমার একটা...

আমার একটা নদী ছিল, জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল, জানলোনা তো কেউ
আমার একটা নদী ছিল, জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল, জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা, কূল ছিল না, ছিল শুধু ঢেউ
আমার একটা...

আমার একটা নদী ছিল, জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল, জানলোনা তো কেউ
আমার একটা নদী ছিল, জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল, জানলোনা তো কেউ
আমার একটা নদী ছিল, জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল, জানলোনা তো কেউ



Amar Ekta Nodi Chilo – আমার একটা নদী ছিল Mp3


Song Info:
Amar Ekta Nodi Chilo – আমার একটা নদী ছিল
Pothik Nobi


Tags: Pothik Nobi – Amar Ekta Nodi Chilo Lyrics আমার একটা নদী ছিল, Pothik Nobi – Amar Ekta Nodi Chilo Lyrics, Pothik Nobi – আমার একটা নদী ছিল Lyrics, Amar Ekta Nodi Chilo Mp3 Audio, Pothik Nobi Lyrics, আমার একটা নদী ছিল, Amar Ekta Nodi Chilo Audio Lyrics, আমার একটা নদী ছিল Lyrics, Amar Ekta Nodi Chilo, আমার একটা নদী ছিল



একটি মন্তব্য পোস্ট করুন