Search Suggest

Pothik Nobi – Amar Ami Nai Re (আমার আমি নাই রে) Lyrics


Pothik Nobi – Amar Ami Nai Re (আমার আমি নাই রে) Lyrics

আমার আমি নাই রে, আমার আমি নাই
আমার আমি নাই রে, আমার আমি নাই

ছেরা পলিথিনের মত হাওয়ায় হাওয়ায় ঊরি,
বাদামের খোসার মতো পার্কে পরে থাকি
ছেরা পলিথিনের মত বোকা হয়ে ঊরি,
বাদামের খোসার মতো পার্কে পরে থাকি

আমার আমি নাই রে, আমার আমি নাই
আমার আমি নাই রে, আমার আমি নাই

আমি যে সিগারেটের শূন্য পেকেট রে
আমি যে সিগারেটের শূন্য পেকেট রে
রে, কে আমাকে খেয়ে দেয়ে ফেলে রেখেসে

আমার আমি নাই রে, আমার আমি নাই
আমার আমি নাই রে, আমার আমি নাই

আমি স্ত্রী বিহীন সেই স্বামীর বাসর রাত্রি
আমি স্ত্রী বিহীন সেই স্বামীর বাসর রাত্রি
রে, কে আমাকে খেয়ে দেয়ে ফেলে রেখেসে

আমার আমি নাই রে, আমার আমি নাই
আমার আমি নাই রে, আমার আমি নাই

আমি যেন বাবার মত রিটায়ার্ড রে,
আমি যেন বাবার মত রিটায়ার্ড রে,
রে কে আমাকে খেয়ে দেয়ে ফেলে রেখেসে

আমার আমি নাই রে, আমার আমি নাই
আমার আমি নাই রে, আমার আমি নাই।




Amar Ami Nai Re – আমার আমি নাই রে Mp3


Song Info:
Amar Ami Nai Re – আমার আমি নাই রে
Pothik Nobi
Tags: Pothik Nobi – Amar Ami Nai Re Lyrics আমার আমি নাই রে, Pothik Nobi – Amar Ami Nai Re Lyrics, Pothik Nobi – আমার আমি নাই রে Lyrics, Amar Ami Nai Re Mp3 Audio, Pothik Nobi Lyrics, আমার আমি নাই রে, Amar Ami Nai Re Audio Lyrics, আমার আমি নাই রে Lyrics, Amar Ami Nai Re, আমার আমি নাই রে

একটি মন্তব্য পোস্ট করুন