Search Suggest

Pantho Kanai – Nouka Jomin Natai (নৌকা জমিন নাটাই) Lyrics


Pantho Kanai – Nouka Jomin Natai (নৌকা জমিন নাটাই) Lyrics

 সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দিব,
আমি সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দিব!

শুনেছি তোমার মনের গহিন গাঙ্গে উপচে পড়ে জল,
সেই সাতার কাটো তুমি অনরগল......
আবার ডুব সাতারে অনেকে নাকি আনন্দে টলমল।
তাই সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দিব....

তোমার বাগানে নাকি ফুটেছে এক ফুল,
সে ফুলের গন্ধ নিতে অনেকে ব্যাকুল........
আবার সেই বাগানের মালি হতে কেউবা ছিঁড়ছে চুল।
আমি সামনের মাসে তোমায় একটা জমিন কিনে দিব...

তোমার আকাশ জুড়ে নাকি হাজার তারার দল,
সেই তারার আলোয় তোমার মনটা ঝলমল........
আবার কেউবা নাকি উড়িয়ে ঘুড়ি বাড়ায় মনোবল!
সামনের মাসে তোমায় একটা নাটাই কিনে দিব!
আমি সামনের মাসে তোমায় একটা নাটাই কিনে দিব...

সামনের মাসে তোমায় একটা নৌকা, জমিন, নাটাই কিনে দিব।


Nouka Jomin Natai Mp3


Song Info:
Nouka Jomin Natai
Pantho Kanai

Tags: Pantho Kanai – Ore Nil Doriya (নৌকা জমিন নাটাই) Lyrics, Ore Nil Doriya Mp3 Audio, Habib Wahid Lyrics, নৌকা জমিন নাটাই লিরিক্স, নৌকা জমিন নাটাই Lyrics, Ore Nil Doriya audio lyrics, Ore Nil Doriya, নৌকা জমিন নাটাই


একটি মন্তব্য পোস্ট করুন