Nachiketa – 201 Dharmatala (২০১
ধর্মতলা) Lyrics
অবাক
কান্ড! অবাক কান্ড!! অবাক
কান্ড!!!
এসে গেছে! এসে গেছে!! এসে গেছে!!!
নচিকেতার যুগান্তকারী আবিস্কার,
অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে যৌবন ধরে রাখুন।
এই সুযোগ হারাবেন না। ...
এসে গেছে ...!
সারাদিন টেনশন, ঘরেতে টেলিভিশন,
হাজার চ্যানেল করে হা!
বাজারে দাম আগুন, গিন্নী তেলে বেগুন,
জ্যামে জটে ঘামে ভেজা গা।
জীবনের নানা বায়না।
এসব ঝামেলায় সময় ছুটে পালায়।
চাও কি বয়স ধরে রাখতে?
পাকছে মাথার চুল, কমে আয়ু নির্ভুল,
চাও কি যুবক হয়ে থাকতে?
তো চলে এস এই ঠিকানায়-
২০১ ধর্মতলায়!
ক্যাপসুলে 'ভিটামিন এম' তুমি পাবে,
এম্ফা ম্যাগনেস প্রতিদিন খাবে,
হাইপারটেনশন কমাবে কিভাবে?
প্রতিদিন বৃষ্টিতে ভিজতে হবে। ।
একমাস পরে তুমি দেখো মুখ আয়নায়,
কতটা বদল হল চেহারায়।
বুকের পাথর গুলো আছে কিনা সরে গেল,
হাঁটতে পারছ কিনা জোর পায়?
তো চলে এস এই ঠিকানায়-
২০১ ধর্মতলায়!
একঘেয়ে সংসারে বৈচিত্র্য চাও?
ওষুধ আছে আমাদের চোখেতে লাগাও।
বউকে লাগবে ভালো আগেরই মতন-
দৃষ্টিভঙ্গীটাকে শুধু বদলাও
বয়সটা কমানোর রাস্তা জানি,
নমুনা তো সামনেই স্বয়ং আমি।
যদিও বয়স আমার হাজার বারো,
মনের বয়স আমার সবে আঠেরো!
সমস্যা ছুড়ে ফেলে "দূর, দূর শালা" বলে -
দেখোই না রুখে তুমি দাঁড়িয়ে
কেটেই যাবে আঁধার
ছুড়ে ফেল সংস্কার
দেখবে জীবন হাত বাড়িয়ে ...
তো চলে এস এই ঠিকানায়-
২০১ ধর্মতলায়!
সারাদিন টেনশন, ঘরেতে টেলিভিশন,
হাজার চ্যানেল করে হা!
বাজারে দাম আগুন, গিন্নী তেলে বেগুন,
জ্যামে জটে ঘামে ভেজা গা।
জীবনের নানা বায়না।
এসব ঝামেলায় সময় ছুটে পালায়।
চাও কি বয়স ধরে রাখতে?
পাকছে মাথার চুল, কমে আয়ু নির্ভুল,
চাও কি যুবক হয়ে থাকতে?
তো চলে এস এই ঠিকানায়-
২০১ ধর্মতলায়!
এসে গেছে! এসে গেছে!! এসে গেছে!!!
নচিকেতার যুগান্তকারী আবিস্কার,
অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে যৌবন ধরে রাখুন।
এই সুযোগ হারাবেন না। ...
এসে গেছে ...!
সারাদিন টেনশন, ঘরেতে টেলিভিশন,
হাজার চ্যানেল করে হা!
বাজারে দাম আগুন, গিন্নী তেলে বেগুন,
জ্যামে জটে ঘামে ভেজা গা।
জীবনের নানা বায়না।
এসব ঝামেলায় সময় ছুটে পালায়।
চাও কি বয়স ধরে রাখতে?
পাকছে মাথার চুল, কমে আয়ু নির্ভুল,
চাও কি যুবক হয়ে থাকতে?
তো চলে এস এই ঠিকানায়-
২০১ ধর্মতলায়!
ক্যাপসুলে 'ভিটামিন এম' তুমি পাবে,
এম্ফা ম্যাগনেস প্রতিদিন খাবে,
হাইপারটেনশন কমাবে কিভাবে?
প্রতিদিন বৃষ্টিতে ভিজতে হবে। ।
একমাস পরে তুমি দেখো মুখ আয়নায়,
কতটা বদল হল চেহারায়।
বুকের পাথর গুলো আছে কিনা সরে গেল,
হাঁটতে পারছ কিনা জোর পায়?
তো চলে এস এই ঠিকানায়-
২০১ ধর্মতলায়!
একঘেয়ে সংসারে বৈচিত্র্য চাও?
ওষুধ আছে আমাদের চোখেতে লাগাও।
বউকে লাগবে ভালো আগেরই মতন-
দৃষ্টিভঙ্গীটাকে শুধু বদলাও
বয়সটা কমানোর রাস্তা জানি,
নমুনা তো সামনেই স্বয়ং আমি।
যদিও বয়স আমার হাজার বারো,
মনের বয়স আমার সবে আঠেরো!
সমস্যা ছুড়ে ফেলে "দূর, দূর শালা" বলে -
দেখোই না রুখে তুমি দাঁড়িয়ে
কেটেই যাবে আঁধার
ছুড়ে ফেল সংস্কার
দেখবে জীবন হাত বাড়িয়ে ...
তো চলে এস এই ঠিকানায়-
২০১ ধর্মতলায়!
সারাদিন টেনশন, ঘরেতে টেলিভিশন,
হাজার চ্যানেল করে হা!
বাজারে দাম আগুন, গিন্নী তেলে বেগুন,
জ্যামে জটে ঘামে ভেজা গা।
জীবনের নানা বায়না।
এসব ঝামেলায় সময় ছুটে পালায়।
চাও কি বয়স ধরে রাখতে?
পাকছে মাথার চুল, কমে আয়ু নির্ভুল,
চাও কি যুবক হয়ে থাকতে?
তো চলে এস এই ঠিকানায়-
২০১ ধর্মতলায়!
201 Dharmatala – ২০১
ধর্মতলা Mp3
Song Info:
201 Dharmatala – ২০১ ধর্মতলা
Nachiketa
201 Dharmatala – ২০১ ধর্মতলা
Nachiketa