Search Suggest

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম (Mon Hauway Peyechi tor nam Lyrics) - chondrobindu

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম (Mon Hauway Peyechi tor nam Lyrics) - chondrobindu



মনহাওয়ায় পেয়েছি তোর নাম 
 chondrobindu


মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম ()
হাওয়া দিলো শিশিরানিটা
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডল
ভুল ঠিকানা ()
মন রে
হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
হে হে হে
মন, আলেয়া পরালো খালি হাত
মন, জাগেনা জাগেনা সারা রাত ()
জেগে থাকে ঘুম পাহাড়ের মন
কেমন আলো
দূরদেশে ফিকে হওয়া রাত
ডাক পাঠালো ()
মন রে
ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
হে হে হে
আদরের ডাক যদি মুছে
এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে ()
বোঝনা এটুকু শিলালিপি
মন রে..
ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম
হে হে হে
মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো না এরকম ()
ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায়
সোনা পোকা
বেপাড়ায় কাঁদবেনা এমা ছি: ছি: বোকা ()
মন রে
নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম
হে হে হে

একটি মন্তব্য পোস্ট করুন