Search Suggest

পোস্টগুলি

কতদিন দেখিনি তোমায় Kotodin Dekhini Tomay Bangla Song Lyrics

কতদিন দেখিনি তোমায় Kotodin Dekhini Tomay Bangla Song Lyrics 

Song Info:

কতদিন দেখিনি তোমায়
শিল্পীঃ মান্না দে
 সুরকারঃ কমলদাশ গুপ্ত
 গীতিকারঃ প্রণব রায়



কতদিন দেখিনি তোমায়

শিল্পীঃ মান্না দে

 কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়

কত দিন তুমি নাই কাছে
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি

হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী

হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি





একটি মন্তব্য পোস্ট করুন