Search Suggest

পোস্টগুলি

Khub Jante Icche Kore Lyrics খুব জানতে ইচ্ছে করে


Khub Jante Icche Kore Lyrics খুব জানতে ইচ্ছে করে

 খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।

এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।

এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।

এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।



Khub Jante Icche Kore Mp3


Song Info:
Khub Jante Icche Kore
Manna Dey

একটি মন্তব্য পোস্ট করুন