Search Suggest

Khalid - Hoyni jabar bela (হয়নি যাবার বেলা) Lyrics

Khalid - Hoyni jabar bela (হয়নি যাবার বেলা) Lyrics

Song Info:
Hoyni jabar bela - হয়নি যাবার বেলা
Khalid

হয়নি যাবার বেলা
Khalid

 হয়নি যাবার বেলা
শুরুতেই সব কিছু
শেষ করে কেনো চলে গেছো
আমারও ছিল কিছু বলার
শুনতে না চেয়ে শুধু
নিজেকে নিয়েই তুমি আছো

কিছু কিছু ভুল থাকে মেনে নিতে হয়
জমিয়ে রাখলে আসে মনে সংশয়
অভিযোগ থাকলে তা লুকিয়ে রেখে
বিরহ বাড়াবে শুধু সত্যি থেকে

হয়নি যাবার বেলা
শুরুতেই সব কিছু
শেষ করে কেনো চলে গেছো

তোমারি চলে যাওয়ায় চাঁদ ডুবে গেছে
কিছুই রইলনা তো স্তব্ধতা আছে
তবু আশা ভুল সে তো ভাঙবে তোমার
আসবে ফিরে নিয়ে স্বপ্ন আবার

হয়নি যাবার বেলা
শুরুতেই সব কিছু
শেষ করে কেনো চলে গেছো
নিজেকে নিয়েই তুমি আছো

শেষ করে কেনো চলে গেছো
নিজেকে নিয়েই তুমি আছো

একটি মন্তব্য পোস্ট করুন