Baula Batasee lyrics বাউলা বাতাস ১ - জলের গান ( Joler Gaan)

Baula Batasee lyrics বাউলা বাতাস ১ - জলের গান ( Joler Gaan)

Song Info:
বাউলা বাতাস-
কথা: শাওন আকন্দ
সুর: রাহুল আনন্দ
এলবামঃ অতল জলের গান



বাউলা বাতাস ১
জলের গান

বাউলা বাতাস আউলা চুলে লাগলো দোলা
গান ধরেছে পথের ধারে আত্মভোলা।
সে গানে সুর থাকেনা লয় থাকেনা
এমন সে গান
তবু সে মন কেড়ে নেয়, প্রাণ কেড়ে নেয়
এমন সে টান।

পারেনা সবাই হতে বিন্দুধারী
পুরুষের উৎস জানি শুধুই নারী।
দেহ আর দেহের সুরে মনের ভাষায়
আপনাকে খুঁজে বেড়াই ভালোবাসায়।

নিজেতেই লীন হয়ে যাই দিন সারাটা
সাথী সেই সংগিনী আর দোতারাটা।
আঁধারে মগ্ন প্রেমে চাঁদের সাথে
পেয়েছি তোমার দেখা শুক্লারাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন