Kagojer Nowka Lyrics কাগজের নৌকা - জলের গান ( Joler Gaan)

Kagojer Nowka Lyrics কাগজের নৌকা - জলের গান ( Joler Gaan)

Song Info:
কাগজের নৌকা
কথা: শাওন আকন্দ
সুর: রাহুল আনন্দ
এলবামঃ অতল জলের গান



কাগজের নৌকা 
জলের গান

কাগজের নৌকা কেউ বানিয়েছে তা
চুপ চাপ ভাসিয়েছে জলে।
রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম
নিজস্ব কথাটুকু বলে।

সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উঁকি
কার কথা আজো বাজে কানে!
কেনো এতো খোঁজাখুঁজি, এতোদিন পরে বুঝি
জননী শব্দটার মানে।

সেই ঘর সেই বাড়ি,
দুষ্টুমি বাড়াবাড়ি
তাঁর কথা কখনো শুনিনি
অবাধ্য ছেলেটাকে স্মৃতি কেনো পিছু ডাকে
ভালোবাসা মানেই জননী।

পাগলা ঘোড়া ছুটে ছুটে যায়।
দিনটা কাটে শুধু ব্যাস্ততায়
রাতটা কাটে গানে গানে
রাতটা কাটুক গানে... পানে.....

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন