Search Suggest

Urci Keno Kew Jano Na Lyrics উড়ছি কেন কেউ জানেনা - জলের গান ( Joler Gaan)

Urci Keno Kew Jano Na  Lyrics উড়ছি কেন কেউ জানেনা - জলের গান ( Joler Gaan)

Song Info:
উড়ছি কেন?
কথা: শাওন আকন্দ
সুর: রাহুল আনন্দ
এলবামঃ অতল জলের গান
 


উড়ছি কেন কেউ জানেনা 
জলের গান

উড়ছি কেন? কেউ জানেনা! যাচ্ছি কতদূর?
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর।
তোমার ভুবন তোমার মতন
যেমন ভোরের আলো।
আমার বসত অন্ধকারে
নিরব নিঝুম কালো।

ভালোবাসার মগ্ন চিতায়
পুড়ছি বছর কুড়ি।
তুমি আকাশ আমি যেন
লাটাইবিহীন ঘুড়ি।

এমন কপাল মন আমার
ধূসর নীলের দেশে,
দিন যাপনের অষ্টপ্রহর
স্বপ্নগুলো ভাসে।

একটি মন্তব্য পোস্ট করুন