Bristyr Gaan Lyrics বৃষ্টির গান - জলের গান ( Joler Gaan )

Bristyr Gaan Lyrics বৃষ্টির গান - জলের গান ( Joler Gaan )


Song Info:

বৃষ্টির গান
কথা: শাওন আকন্দ
সুর: রাহুল আনন্দ
এলবামঃ অতল জলের গান



বৃষ্টির গান 
জলের গান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান।
বন্ধু আইসোরে...
কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।

ইষ্টি-কুটুম বৃষ্টি এলো সৃষ্টি হলো সুর,
ভালোবাসায় ভাসলো খেয়াঐতো পাখিপুর।
ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো,
বৃষ্টিজলে নূপুর পড়ে গাইতে পারো,
এখানে সবাই স্বাধীন বাঁধনহারা,
এখানে সবই নতুনঅন্যরকম অন্যধারা।
টিবি ডাব টিবি ডাব টিবি ডিবি ডাব

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান।
বন্ধু আইসোরে...
কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।
বৃষ্টি পড়েটাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর
টিবি ডাব টিবি ডাব টিবি ডিবি ডাব

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন