Search Suggest

Jodi Kokhono Vul Hoye Jay Lyrics by James যদি কখনো ভুল হয়ে যায় - জেমস

Jodi Kokhono Vul Hoye Jay Lyrics by James যদি কখনো ভুল হয়ে যায় - জেমস



যদি কখনো ভুল হয়ে যায়
জেমস

যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥
মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥
এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥

একটি মন্তব্য পোস্ট করুন