Jikir Lyrics By James জিকির - জেমস
জিকির
জেমস
প্রলয়ের শিঙায় ফুঁক দিয়ে ওঠে ইস্রাফিলে
চারিদিক থেকে কলবে কলবে রোল পড়ে যায়..
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
হায় হায় করে ওঠে তামাম জাহান,
নূরের ঝিলিক দেখে
কবর থেকে ওঠে দাঁড়িয়ে সকল ইনসান্…..
ইয়া রব ইয়া রব বলে ইয়া রব ইয়া রব বলে…
ইয়া রব ইয়া রব বলে….
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
কাতারে কাতার বান্দা হাজার, হেঁটে যায়,
পুল সিরাতের ওই পারে…
ইয়া রব ইয়া রব বলে ইয়া রব ইয়া রব..
ইয়া রব ইয়া রব বলে….
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
Tags:
Bangla Song Lyrics