Je Din Bondhu Chole Jabo Lyrics By James যেদিন বন্ধু চলে যাব - জেমস
যেদিন বন্ধু চলে যাব
জেমস
যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের
চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখ মনে ভুলে যেও অভিমান
ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রান