Search Suggest

James – Puber Batash (পুবের বাতাস) Lyrics

পুবের বাতাস James আরে পুবের বাতাস রাস্তা ভুলে সঠিক পথে আবার চলে পুবের বাতাস রাস্তা ভুলে সঠিক পথে আবার চলে চন্দ্র সূর্য সবি আছে আগের ঠিকানায় জানি, ত
James – Puber Batash (পুবের বাতাস) Lyrics | Bangla Lyrics Dairy



Song Info:
Song: Puber Batash (পুবের বাতাস)
Singer: James
Band: Nagarbaul James




পুবের বাতাস
James

আরে পুবের বাতাস রাস্তা ভুলে
সঠিক পথে আবার চলে
পুবের বাতাস রাস্তা ভুলে
সঠিক পথে আবার চলে

চন্দ্র সূর্য সবি আছে আগের ঠিকানায়
জানি, তোমার মনে নাই

তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তোমায় খুঁজে পাই
তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তোমায় খুঁজে পাই

হাত বাড়িয়ে পাইনি আজও তোমারই দর্শন
মন বাড়িয়ে আছি পব বলে তোমার মন
হাত বাড়িয়ে পাইনি আজও তোমারই দর্শন
মন বাড়িয়ে আছি পব বলে তোমার মন

চন্দ্র সূর্য সবি আছে আগের ঠিকানায়
জানি, তোমার মনে নাই

তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তোমায় খুঁজে পাই
তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তোমায় খুঁজে পাই

আরে দিনও মানও বয়ে গেল
তোমারই তপস্যাই
আঁধারও পাহারা দিয়ে নিসিগো কাটায়
আরে দিনও মানও বয়ে গেল
তোমারই তপস্যাই
আঁধারও পাহারা দিয়ে নিসিগো কাটায়

চন্দ্র সূর্য সবি আছে আগের ঠিকানায়
জানি, তোমার মনে নাই

তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তোমায় খুঁজে পাই
তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তোমায় খুঁজে পাই

আরে পুবের বাতাস রাস্তা ভুলে
সঠিক পথে আবার চলে
পুবের বাতাস রাস্তা ভুলে
সঠিক পথে আবার চলে

চন্দ্র সূর্য সবি আছে আগের ঠিকানায়
জানি, তোমার মনে নাই

তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তোমায় খুঁজে পাই
তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তোমায় খুঁজে পাই




Tags: James – Puber Batash (পুবের বাতাস) Lyrics, James – Puber Batash Lyrics, James – পুবের বাতাস Lyrics, Puber Batash Mp3 Audio, James Lyrics, পুবের বাতাস, Puber Batash Audio Lyrics, পুবের বাতাস Lyrics, Puber Batash, পুবের বাতাস


একটি মন্তব্য পোস্ট করুন