Search Suggest

James – Ore Ore Haoa (ওরে ওরে হাওয়া) Lyrics

James – Ore Ore Haoa (ওরে ওরে হাওয়া) Lyrics | Bangla Lyrics Dairy


James – Ore Ore Haoa (ওরে ওরে হাওয়া) Lyrics | Bangla Lyrics Dairy

Song Info:

  • Song: Ore Ore Haoa (ওরে ওরে হাওয়া)
  • Singer: James
  • Band: Nagarbaul James

Ore Ore Haoa
James

পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে

ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে

চন্দ্র গেছে দুর পরবাসে
তারা জ্বলেনি ঐ আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে

চন্দ্র গেছে দুর পরবাসে
তারা জ্বলেনি ঐ আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে

ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে

বিজলী চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিমরে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে

বিজলী চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিমরে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে

ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে

পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
হে পাগলা হে হাওয়া হে পাগলা
বন্ধু আসছে বহুদিন পরে


Ore Ore Haoa (ওরে ওরে হাওয়া) Mp3

একটি মন্তব্য পোস্ট করুন