Search Suggest

James – Bhul (ভুল) Lyrics

James – Bhul (ভুল) Lyrics


কিছু ভুল ছিল তোমার, কিছু আমার
তুমি করোনি স্বীকার বন্ধু, আমি করেছি

একসাথে চলতে, কথা বলতে
কত ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক, তুমি বোঝনি।

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী।

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী।

এই ছন্নছাড়া অগোছালো জীবনে
কেন এসেছিলে সব সাজাতে, হায় কে জানে,
সব গড়েছ তুমি, আবার ভেঙ্গেছ নিজেই
রেখে গেছ বিস্মৃতির অবগাহনে

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী।

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী।




Bhul (ভুল) Mp3

Song Info:
Song: Bhul (ভুল)
Singer: James
Band: Nagarbaul James

Tags: James – Bhul (ভুল) Lyrics, James – Bhul Lyrics, James – ভুল Lyrics, Bhul Mp3 Audio, James Lyrics, ভুল, Bhul Audio Lyrics, ভুল Lyrics, Bhul, ভুল

একটি মন্তব্য পোস্ট করুন