Search Suggest

Hoteo Pare Ei Dekha Sesh Dekha (হতেও পারে এই দেখা শেষ দেখা) Lyrics


Hoteo Pare Ei Dekha Sesh Dekha (হতেও পারে এই দেখা শেষ দেখা) Lyrics

 নীরবে অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার

হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।

হতেও পারে আমাদের এই
মিলনমেলা এক ইতিহাস
হতেও তোমার শীতল
চোখটাই যেন এক উচ্ছাস,
হতেও পারে বিষাদের এই
জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু
নীরবতায় সে ব্যর্থ।

হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।

দু: আমার সাথেই আছে
তবু দেখ দু:খী আমি নইতো
ডাক দিয়ে যায় প্রণয়মেলায়
এতেই নিহিত সুখ হয়তো
কিসের এত দু: তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ,
পৃথিবীতে বল বাঁচবে দিন
সময়টাতো বড় অল্প।

নীরবে অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার

হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।Hoteo Pare Ei Dekha Sesh Dekha Mp3


Song Info:
Hoteo Pare Ei Dekha Sesh Dekha
James

Tags: Hoteo Pare Ei Dekha Sesh Dekha (হতেও পারে এই দেখা শেষ দেখা) Lyrics, Hoteo Pare Ei Dekha Sesh Dekha Mp3 Audio, Habib Wahid Lyrics, হতেও পারে এই দেখা শেষ দেখা লিরিক্স, হতেও পারে এই দেখা শেষ দেখা Lyrics, Hoteo Pare Ei Dekha Sesh Dekha audio lyrics, Hoteo Pare Ei Dekha Sesh Dekha, হতেও


একটি মন্তব্য পোস্ট করুন