Search Suggest

He Khaniker Atithi Lyrics হে ক্ষণিকের অতিথি


He Khaniker Atithi Lyrics হে ক্ষণিকের অতিথি

 হে ক্ষণিকের অতিথি,
এলে প্রভাতে কারে চাহিয়া
ঝরা শেফালির পথ বাহিয়া

হে ক্ষণিকের অতিথি

কোন্ অমরার বিরহিণীরে চাহ নি ফিরে,
কার বিষাদের শিশিরনীরে এলে নাহিয়া

হে ক্ষণিকের অতিথি

ওগো অকরুণ, কী মায়া জানো,
মিলনছলে বিরহ আনো।
ওগো অকরুণ, কী মায়া জানো।

চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে
মনভুলানো মোহনতানে গান গাহিয়া

হে ক্ষণিকের অতিথি,
এলে প্রভাতে কারে চাহিয়া
ঝরা শেফালির পথ বাহিয়া

হে ক্ষণিকের অতিথি



He Khaniker Atithi Mp3


Song Info:
হে ক্ষণিকের অতিথি
রবীন্দ্র সংগীত


একটি মন্তব্য পোস্ট করুন