Search Suggest

Hasan – Tin Shotti Lyrics (তিন সত্যি লিরিক্স)

Hasan – Tin Shotti Lyrics (তিন সত্যি লিরিক্স) Bangla Lyrics Dairy

Hasan – Tin Shotti Lyrics (তিন সত্যি লিরিক্স) Bangla Lyrics Dairy



Song Info:

  • Tin Shotti – তিন সত্যি
  • Hasan – ARK

নয়রে নয় মিথ্যে নয়, নয়রে প্রভশন
ভালোবাসার জন্যে আজি, চলবে অনশন
জ্বলে পুরে ছাই হব, তোরই সরণে
স্বপ্ন গুলো সাজিয়ে দেব, তোরই চরণে

নয়রে নয় মিথ্যে নয়, নয়রে প্রভশন
ভালোবাসার জন্যে আজি, চলবে অনশন
জ্বলে পুরে ছাই হব, তোরই সরণে
স্বপ্ন গুলো সাজিয়ে দেব, তোরই চরণে

ওরে, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যিরে
এই হ্রদয়ে নাই ছলনা, প্রেম ভর্তি রে
এক মরণ, দুই মরণ, হাজারটা মরণ
তোর কারণে এক জীবনে, করবো তা বরন

ওরে, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যিরে
এই হ্রদয়ে নাই ছলনা, প্রেম ভর্তি রে
এক মরণ, দুই মরণ, হাজারটা মরণ
তোর কারণে এক জীবনে, করবো তা বরন

উড়ে উড়ে যাবিরে তুই, বলনা কত দুরে
আমি আছি থাকবো রে তোর, হ্রদয় আকাশ জুরে
উড়ে উড়ে যাবিরে তুই, বলনা কত দুরে
আমি আছি থাকবো রে তোর, হ্রদয় আকাশ জুরে

সুখে দুখে সঙ্গী হয়ে, দু নয়নের স্বপ্ন হয়ে
চাই যে তোরে ভীতর বাহিরে
সুখে দুখে সঙ্গী হয়ে, দু নয়নের স্বপ্ন হয়ে
চাই যে তোরে ভীতর বাহিরে

ওরে, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যিরে
এই হ্রদয়ে নাই ছলনা, প্রেম ভর্তি রে
এক মরণ, দুই মরণ, হাজারটা মরণ
তোর কারণে এক জীবনে, করবো তা বরন

ওরে, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যিরে
এই হ্রদয়ে নাই ছলনা, প্রেম ভর্তি রে
এক মরণ, দুই মরণ, হাজারটা মরণ
তোর কারণে এক জীবনে, করবো তা বরন

সুরে সুরে বাধবোরে তোকে, কথার মায়া জালে
বলনা কোথায় হারিয়ে যাবি, কোন যে নদীর জলে
সুরে সুরে বাধবোরে তোকে, কথার মায়া জালে
বলনা কোথায় হারিয়ে যাবি, কোন যে নদীর জলে

সুখে দুখে সঙ্গী হয়ে, দু নয়নের স্বপ্ন হয়ে
চাই যে তোরে ভীতর বাহিরে
সুখে দুখে সঙ্গী হয়ে, দু নয়নের স্বপ্ন হয়ে
চাই যে তোরে ভীতর বাহিরে

ওরে, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যিরে
এই হ্রদয়ে নাই ছলনা, প্রেম ভর্তি রে
এক মরণ, দুই মরণ, হাজারটা মরণ
তোর কারণে এক জীবনে, করবো তা বরন

নয়রে নয় মিথ্যে নয়, নয়রে প্রভশন
ভালোবাসার জন্যে আজি, চলবে অনশন
জ্বলে পুরে ছাই হব, তোরই সরণে
স্বপ্ন গুলো সাজিয়ে দেব, তোরই চরণে

ওরে, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যিরে
এই হ্রদয়ে নাই ছলনা, প্রেম ভর্তি রে
এক মরণ, দুই মরণ, হাজারটা মরণ
তোর কারণে এক জীবনে, করবো তা বরন

ওরে, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যিরে
এই হ্রদয়ে নাই ছলনা, প্রেম ভর্তি রে
এক মরণ, দুই মরণ, হাজারটা মরণ
তোর কারণে এক জীবনে, করবো তা বরন





Tin Shotti – তিন সত্যি Mp3



Tags: Hasan – Tin Shotti Lyrics তিন সত্যি, Hasan – Tin Shotti Valo Lyrics, Hasan – তিন সত্যি Lyrics, Tin Shotti Valo Mp3 Audio, Hasan Lyrics, তিন সত্যি, Tin Shotti Valo Audio Lyrics, তিন সত্যি Lyrics, Tin Shotti Valo, তিন সত্যি


একটি মন্তব্য পোস্ট করুন