
Hasan – Lal Bondhu Nil Bondhu Lyrics (লাল বন্ধু নীল বন্ধু লিরিক্স) Bangla Lyrics Dairy
Hasan – Lal Bondhu Nil Bondhu Lyrics (লাল বন্ধু নীল বন্ধু লিরিক্স) Bangla Lyrics Dairy
Song Info:
- Lal Bondhu Nil Bondhu
- Hasan – ARK
Lal Bondhu Nil Bondhu Lyrics
একফালি
চাঁদ হয়ে তোরে উকি
দিয়ে দেখবো
হাজার তারা পায়ে পায়ে
লুটোপুটি খেলবো
একফালি চাঁদ হয়ে তোরে
উকি দিয়ে দেখবো
হাজার তারা পায়ে পায়ে
লুটোপুটি খেলবো
সাদাকালো মেখে হয় মনের
চার দেয়াল
সারাদিন বৃষ্টি হয়ে রাখবো রে
তোর খেয়াল
ওরে লাল বন্ধু নীল
বন্ধু রঙ্গিলা বন্ধু রে,
তোরে কোন নামে ডাকলে
মোরে ভালোবাসবি রে
ওরে ঝাল বন্ধু নোনা
বন্ধু মিঠা বন্ধু রে,
তোরে কোন নামে ডাকলে
মোর পাশে থাকবি রে
ওরে লাল বন্ধু নীল
বন্ধু রঙ্গিলা বন্ধু রে,
তোরে কোন নামে ডাকলে
মোরে ভালোবাসবি রে
ওরে ঝাল বন্ধু নোনা
বন্ধু মিঠা বন্ধু রে,
তোরে কোন নামে ডাকলে
মোর পাশে থাকবি রে
এক মেঠো পথ ধুলো
হয়ে ছুটোছুটি করবো
হাওয়ার সাথে ভাব জমিয়ে
আকাশটাকে ছুইবো
এক মেঠো পথ ধুলো
হয়ে ছুটোছুটি করবো
হাওয়ার সাথে ভাব জমিয়ে
আকাশটাকে ছুইবো
সাদাকালো মেখে হয় মনের
চার দেয়াল
সারাদিন বৃষ্টি হয়ে রাখবো রে
তোর খেয়াল
ওরে লাল বন্ধু নীল
বন্ধু রঙ্গিলা বন্ধু রে,
তোরে কোন নামে ডাকলে
মোরে ভালোবাসবি রে
ওরে ঝাল বন্ধু নোনা
বন্ধু মিঠা বন্ধু রে,
তোরে কোন নামে ডাকলে
মোর পাশে থাকবি রে
এক নদী জল ডেউ
এর তালে ঝিকিমিকি খেলবো
বন্ধু রে তোর আমার
স্বপ্ন সত্যি করে তুলবো
এক নদী জল ডেউ
এর তালে ঝিকিমিকি খেলবো
বন্ধু রে তোর আমার
স্বপ্ন সত্যি করে তুলবো
সাদাকালো মেখে হয় মনের
চার দেয়াল
সারাদিন বৃষ্টি হয়ে রাখবো রে
তোর খেয়াল
ওরে লাল বন্ধু নীল
বন্ধু রঙ্গিলা বন্ধু রে,
তোরে কোন নামে ডাকলে
মোরে ভালোবাসবি রে
ওরে ঝাল বন্ধু নোনা
বন্ধু মিঠা বন্ধু রে,
তোরে কোন নামে ডাকলে
মোর পাশে থাকবি রে
ওরে লাল বন্ধু নীল
বন্ধু রঙ্গিলা বন্ধু রে,
তোরে কোন নামে ডাকলে
মোরে ভালোবাসবি রে
ওরে ঝাল বন্ধু নোনা
বন্ধু মিঠা বন্ধু রে,
তোরে কোন নামে ডাকলে
মোর পাশে থাকবি রে
Lal Bondhu Nil Bondhu Mp3
Tags: Hasan – Lal Bondhu Nil Bondhu Lyrics লাল বন্ধু নীল
বন্ধু, Hasan – Lal
Bondhu Nil Bondhu Valo Lyrics, Hasan – লাল
বন্ধু নীল বন্ধু Lyrics, Lal Bondhu Nil Bondhu Valo Mp3
Audio, Hasan Lyrics, লাল
বন্ধু নীল বন্ধু, Lal Bondhu Nil Bondhu Valo Audio Lyrics,
লাল বন্ধু নীল বন্ধু Lyrics, Lal Bondhu Nil Bondhu Valo, লাল বন্ধু নীল
বন্ধু