Hasan – Eto Kosto Keno Valobashay Lyrics এতো কষ্ট কেনো ভালোবাসায় |
Hasan – Eto Kosto Keno Valobashay Lyrics এতো কষ্ট কেনো ভালোবাসায় লিরিক্স
- Eto Kosto Keno Valobashay
- Singer: Hasan – ARK
- Album: Sesh Dekha by Prince Mahmud
চারিদিকে
উৎসব
পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী
ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে
দুর
একটু একটু করে তোমায়
আজকে রাতে তুমি অন্যের
হবে
ভাবতেই জলে চোখ ভিজে
যায়
এতো কষ্ট কেনো ভালোবাসায়
বিশ্বাস যেখানে
অবিশ্বাসের সুরে বেজে উঠেছে
থাকবে না আমার
সে কথা বুঝতে যেন
দেরি হয়েছে
মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে
মানুষ আমি কেনো
তলিয়ে গেছি আমারই ভুলে
সানাইয়ের সুর নিয়ে যাবে
দূর
একটু একটু করে তোমায়
আজকে রাতে তুমি অন্যের
হবে
ভাবতেই জলে চোখ ভিজে
যায়
সানাইয়ের সুর নিয়ে যাবে
দুর
একটু একটু করে তোমায়
আজকে রাতে তুমি অন্যের
হবে
ভাবতেই জলে চোখ ভিজে
যায়
এতো কষ্ট কেনো ভালোবাসায়
কেনো, এতো কষ্ট কেনো
ভালোবাসায়
চারিদিকে উৎসব
পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী
ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে
দুর
একটু একটু করে তোমায়
আজকে রাতে তুমি অন্যের
হবে
ভাবতেই জলে চোখ ভিজে
যায়
এতো কষ্ট কেনো ভালোবাসায়
কেনো, এতো কষ্ট কেনো
ভালোবাসায়
এতো কষ্ট কেনো ভালোবাসায়
এতো কষ্ট কেনো ভালোবাসায়
Tags: Hasan – Eto Kosto Keno Valobashay Lyrics এতো কষ্ট কেনো ভালোবাসায়, Hasan – Eto Kosto Keno Valobashay Valo Lyrics, Hasan – এতো কষ্ট কেনো ভালোবাসায় Lyrics, Eto Kosto Keno Valobashay Valo Mp3 Audio, Hasan Lyrics, এতো কষ্ট কেনো ভালোবাসায়, Eto Kosto Keno Valobashay Valo Audio Lyrics, এতো কষ্ট কেনো ভালোবাসায় Lyrics, Eto Kosto Keno Valobashay Valo, এতো কষ্ট কেনো ভালোবাসায়