Search Suggest

পোস্টগুলি

Habib Wahid – Ochin Maya (অচিন মায়া) Lyrics


Habib Wahid – Ochin Maya (অচিন মায়া) Lyrics

  কেমন হায় অচিন মায়ায় !
সুখেরই মতন গহন ব্যাথায়,
জড়ালি আমায় !
মন বলি শোন,তুই কি এখন
ভোর রাঙাবার গান হবি আবার ?

কেমন হায় অচিন মায়ায় !
সুখেরই মতন গহন ব্যথায়,
জড়ালি আমায় !

যত সুখ পাওয়ার মাঝে,
তারও বেশি ব্যথা যে বাজে !
বোঝাবো কেমনে কীসে ব্যথা ?

কেমন ভালোবাসা ?
আমরণ প্রিয় অভিলাষা !
হারাবো জেনেও পাবার আসা !

তোরই জন্যে এই বুকের আকাশ
চিরোদিন, বিষাদে মলিন।

মন বলি শোন,তুই কি এখন
মন হারাবার গান হবি আমার ?

কেমন হায় অচিন মায়ায় !
সুখেরই মতন গহন ব্যাথায়,
জড়ালি আমায় !


Ochin Maya – (অচিন মায়া) Mp3


Song Info:
Ochin Maya – (অচিন মায়া)
Habib Wahid

একটি মন্তব্য পোস্ট করুন