Habib Wahid – Mitthe Noy (মিথ্যে
নয়) Lyrics
হৃদয়ে
হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পুরোটায় আনাগোনায়।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পরোটা আনাগোনায়।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে।
আদরে আদর এঁকে স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পুরোটায় আনাগোনায়।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পরোটা আনাগোনায়।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে।
আদরে আদর এঁকে স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
Mitthe Noy – (মিথ্যে
নয়) Mp3
Song Info:
Mitthe Noy – (মিথ্যে
নয়)
Habib Wahid
Tags: Habib Wahid – Mitthe Noy (মিথ্যে নয়) Lyrics, Mitthe Noy Lyrics, Mitthe Noy Mp3 Audio, Habib Wahid Lyrics, মিথ্যে নয় লিরিক্স, মিথ্যে নয় Lyrics, Mitthe Noy audio lyrics, Mitthe Noy