এই বৃষ্টি ভেজা রাতে লিরিক্স । Ei Bristy Veja Rate Lyrics By Artcell

Ei Bristy Veja Rate Lyrics এই বৃষ্টি ভেজা রাতে - আর্টসেল


এই বৃষ্টি ভেজা রাতে
আর্টসেল

এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না
পাখি কেন গান গায় না
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
পাখি নির্ঘুম কন্ঠে বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
শরতের প্রভায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
ঘাসফুল কেনো ফোটেনা
ছুঁয়ে ছুঁয়ে চলে যায়না
মেঘের ভেলায় ভাসে না
হেসে তুমি কেন আসোনা
ভোরে যাওয়া সব অশ্রয় বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
এই বসন্তের প্রভায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
পৃথিবী কেন হাসেনা
হৃদয় দোলা দেয়না
আবেশে সে জড়ায় না
তুমি কেন কাছে আসোনা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন