Search Suggest

পোস্টগুলি

সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি লিরিক্স । Shei Mishti Hashi Bhulte Parini Lyrics By Miles

সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি - মাইলস

সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি
তার মনের কথা জানতে পারিনি
দিন চলে যায়
রাত চলে যায়
মন তো আর মানেনা
ভালোবাসা সে তো শুধু মিছে আশা
আমি তো আগে বুঝিনি
আমারি মনে রেখে গেছে স্মৃতি
তা আজো মুছে ফেলিনি
তাকে ভালোবাসি বলা হলো না
সে যে চলে গেছে ফিরে এলো না
দিন চলে যায়
রাত চলে যায়
মন তো আর মানেনা
মায়াবি চোখে
কি যাদু আছে
করেছে আমায় উতলা
দুচোখে ভাসে শুধু তারই ছবি
তাই আমি এতো উতলা

একটি মন্তব্য পোস্ট করুন