Bokur Full Lyrics । বকুল ফুল লিরিক্স - জলের গান (Joler Gaan)

Bokur Full Lyrics বকুল ফুল - জলের গান (Joler Gaan) অতল জলের গান


Song Info:
বকুল ফুল
এলবামঃ অতল জলের গান

বকুল ফুল 
জলের গান

বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে।
যার সনে যার ভালোবাসা,
সেইতো মজা লুটে।

আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে।
সোনা দেহে ঘাম ঝরে
দেইখা পরাণ ফাটে।
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শাওন ভাদর মাসে
জামাই আদর করে।
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে।
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন