Search Suggest

পোস্টগুলি

Jani Tui Lyrics (জানি তুই লিরিক্স) By Minar Rahman


জানি তুই - মিনার
 এ্যালবামঃ ডানপিটে

জানি তুই একলা পথের পথিক হয়ে হাঁটবি না
জানি তুই আমায় ভালোবাসবি না
জানি তুই একটা গানের গায়েন হয়ে গাইবি না গান
জানি তুই স্বপ্ন হয়ে হাসবি না

জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুঁয়ে দিবি
বৃষ্টি হয়ে ঝরে পড়বি
চিলেকোঠার বারান্দাটাতে দাঁড়িয়ে
ঘুম ভাঙানোর গান গাইবি

জানি তুই জোছনা রাতে চুপটি বসে থাকবি না
জানি তুই একলা বসে কাঁদবি না
জানি তুই অন্ধকারের অন্ধ ঘরের একটি কোণে
নিঃস্ব হয়ে জেগে থাকবি না
জানি তোর কষ্টগুলো অশ্রু হয়ে ঝরবে শুধু
স্বপ্ন হয়ে গান গাইবে না

চিলে ধরা ভালোবাসা একলা পড়ে রইবে জানি
মেঘেদের দল ছুটে চলবে না…..

একটি মন্তব্য পোস্ট করুন