Search Suggest

রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে লিরিক্স । RimJim Rim Bristy Pore Bangla Lyrics - Partho Barua

রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে RimJim Rim Bristy Pore Bangla Lyrics - পার্থ বড়ুয়া


রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে 
পার্থ বড়ুয়া 


রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু উড়ু হাওয়াতে আজ
ধুম লেগেছে পাগলা পালে 
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই 
আকাশ হলে তোমার চোখে হারাতাম
মেঘ হলে তোমার উড়িয়ে নিতাম
নদী হলে ঠিকই খুঁজে পেতাম
হয়তো হৃদয়ের মোহ নাই 
রাত্রি হলে কাছে যেতাম
দুপুর গড়িয়ে সন্ধ্যা হতাম
ভোর হলে বুঝি খুঁজে পেতাম
হয়তো তোমার ঠিকানা

একটি মন্তব্য পোস্ট করুন