Search Suggest

মুক্তির মন্দির সোপান তলে লিরিক্স । Muktir Mondire Sopan Tole Bangla Lyrics

মুক্তির মন্দির সোপান তলে Muktir Mondire Sopan Tole Bangla Lyrics


Song Info:

কথাঃ মহিনী চৌধুরী
সুরঃ কৃষ্ণ চন্দ্র দে
শিল্পিঃ সাদি মোহাম্মদ




মুক্তির মন্দির সোপান তলে
সাদি মোহাম্মদ 

মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে৷
কত বিপ্লবি বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে৷
মুক্তির মন্দির সোপান তলে...লেখা আছে অশ্রুজলে ৷
যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি
যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিনমুখে জাগালো ভাষা
আজ রক্তকমলে গাঁথা মাল্যখানি,
বিজয়লক্ষী দেবে তাঁদেরি গলে
মুক্তির মন্দির সোপান তলে...লেখা আছে অশ্রুজলে ৷

একটি মন্তব্য পোস্ট করুন