হৃদয়হীনা লিরিক্স । Hridoyheena Lyrics by Miles


হৃদয়হীনা - মাইলস

ব্যান্ডমাইলস
এ্যালবামপ্রত্যাশা
কেঁদে যায় এই মন কেঁদে যায়
কেটে যায় জীবন কেটে যায়
হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে
কত স্মৃতি মাখা দিনগুলো
কেন কুয়াশায় শুধু ঢেকে যায়
নিঃসঙ্গ এখন একাকি
দিন কেটে যায় বিরহ ব্যাথায়
হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে
নিঃশব্দ নীলিমাতে যে
খুজেছি তোমায় একা নিরালায়
জানি আসবে না ফিরে যে
তবুও আশায় বসে থাকি হায়
হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন