মনের দুঃখ কার কাছে জানাই Moner Dhukkho Kar kache Janai Lyrics By শাহ আব্দুল করিম
মনের দুঃখ কার কাছে জানাই
শাহ আব্দুল করিম
মনের
দুঃখ কার কাছে জানাই
গরিব কুলে জন্ম আমার আজও তা মনে পরে
ছোটবেলা বাস করিতাম ছোট্ট এক কুঁড়ে ঘরে
দিন কাটিতো অর্ধাহারে রোগে কোন ঔষধ নাই
মনের দুঃখ কার কাছে জানাই
মনে ভাবি তাই
মনের দুঃখ কার কাছে জানাই
এক
সঙ্গে জন্ম যাদের ১৩২৮ বাংলায়
আনন্দে খেলে তারা ইস্কুলে পড়িতে যায়
আমার মনের দুর্বলতায় একা থাকা ভালো পাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
পিতা-মাতার ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম
জীবন বাঁচাবার তাগিদে প্রথম চাকরিতে গেলাম
মাঠে থাকি গরু রাখি ঈদের দিনেও ছুটি নাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
সব-সময় গান গাইতাম মনের এই স্বভাব ছিলো
আমাকে নয় গানকে তখন অনেকেই বাসত ভালো
রাগ-রাগিণী ভালো ছিলো রচনা করিয়া যাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
চাকরি
যখন ছেড়ে দিলাম হাতে নিলাম একতারা
দিবা-রাত্র গান গাই লোকে বলে বেশরা
উদাস মনের চিন্তা-ধারা মন যাহা চায়
তাহা গাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
গ্রামের
মুরব্বি আর মোল্লা সাহেবের
মতে
ধর্মীয় আক্রমন এলো ঈদের দিনে জামাতে
দোষী হই মোল্লাজির মতে
পরকালেও মুক্তি নাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
নিষেধ-মানা না মানিয়া কুলের
বাহির হইলাম
একতারা সঙ্গে নিয়া ঘর-বাড়ি ছেড়ে
দিলাম
ঘর-ছাড়া বাউল সাজিলাম সকলেরই ”করিম ভাই”
মনের দুঃখ কার কাছে জানাই ।।
Tags:
Shah Abdul Karim