Search Suggest

সেই কবে তোমায় ভেবে লিরিক্স । Sei Kobe Tomay Vebe Bangla Lyrics - Partho Barua

সেই কবে তোমায় ভেবে Sei Kobe Tomay Vebe Bangla Lyrics - পার্থ বড়ুয়া





সেই কবে তোমায় ভেবে 
পার্থ বড়ুয়া

সেই কবে তোমায় ভেবে
ছোট্ট কিছু কথা দিয়ে
নক্সীকাঁথা বুনে ছিলাম
কবিতায় রাঙিয়ে
বিবর্ণ হয়ে গেছে
আবর্তিত ব্যথা
কিযে দুঃসহ
মন পুড়িয়ে দিয়ে
ফিরে ফিরে আসে
ভাবে নির্মোহ
ভেঙে ভেঙে যাই প্রান্তে
বিবর্ণ হয়ে গেছে
অনুভবে রয়েছ
ভাঙা হৃদয়ে
ফিরিয়ে নিতে চাই নিজেকে
নিজস্ব আঙিনায়
একান্ত নিরবে
জানি () সময় ফুরাবে

১টি মন্তব্য

  1. Partho 💛