Search Suggest

আমার দেশ লিরিক্স । Amar Desh Bangla Song Lyrics

আমার দেশ  Amar Desh Bangla Song Lyrics



Amar Desh Bangla Song Lyrics

রথীন্দ্রনাথ রায়

চাষাদের মোটেদের মজুরের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ, সব মানুষের, সব মানুষের।
ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।
লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন কালে।
মসজিদ, মন্দির, গীর্জার আবাহনে।
বাণী শুনি একই সুরের।
ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।

একটি মন্তব্য পোস্ট করুন