Search Suggest

পোস্টগুলি

মিস করছি ভীষণ লিরিক্স । O Bondhu Toke Miss Korchi Vishon Lyrics । Partho Barua


মিস করছি ভীষণ - পার্থ বড়ুয়া
শিল্পীঃ পার্থ বড়ুয়া
ব্যান্ডঃ সোলস


একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো ফেলা যে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
বন্ধু তোকে মিস্করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।
তোকে ছাড়া হয়না টিউন, হয়না লেখা
বৃষ্টির সাথেও এখন হয়না দেখা,
থমকে যায় হয় মনে এইবুঝি এসে ডাক দিবি
থমকে যায় পরক্ষনে, কেন হয় যে এমন।
একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো ফেলা যে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
বন্ধু তোকে মিস্করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।

একটি মন্তব্য পোস্ট করুন