Search Suggest

হৃদয়ে আমার বাংলাদেশ লিরিক্স । Hridoye Amar Bangladesh Lyrics । হাবিব, আরফিন রুমি ও প্রদীপ কুমার

হৃদয়ে আমার বাংলাদেশ Hridoye Amar Bangladesh Lyrics 

হাবিব, আরফিন রুমি প্রদীপ কুমার



Hridoye Amar Bangladesh Lyrics 

হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে
স্বাধীন করবো দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!

একটি মন্তব্য পোস্ট করুন