Lutpat Hoye Jabo Lyrics লুটপাট হয়ে যাবে - James

LutPat Hoye Jabo Lyrics লুটপাট হয়ে যাবে - জেমস



লুটপাট হয়ে যাবে
জেমস 

চলতি পথে জাদুকর ভালবাসা
প্রেমিক ডাকাতের মত
তোমাকে ছিনিয়ে নেবে।
মৌসুমী বাতাসে
উড়ে যাবে ভালবাসা
হৃদয়ের চোড়াপথে
তুমি হারিয়ে যাবে 
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে 
চোখের ইশারায়
ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে
তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা
অন্তরে মাঠেঘাটে
তুমি সব বিকিয়ে দেবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে 
তর্জনি উচিয়ে জ্বেলে দেব
সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে
তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচন স্বপনে আততায়ী ভালবাসা
ভবঘুরে এই বুক
তোমাকে কাছে টেনে নেবে। 
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
চৌচির হয়ে যাবে 
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
চৌচির হয়ে যাবে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন