Search Suggest

পোস্টগুলি

পৃথিবীটা নাকি লিরিক্স । মহিনের ঘোড়াগুলি । Prithibita Naki Choto Hote Hote Lyrics - Moheener Ghoraguli


পৃথিবীটা নাকি - মহিনের ঘোড়াগুলি

পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রইংরুমে রাখা বোকা বাক্সতে বন্দি
হা হা হা হা

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
বুজে গেছে দেশ কাল সীমানার গন্ডি
হা হা হা হা

ভেবে দেখেছো কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে

সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি

পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ফারাকের নয়া ফন্দি


স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গা তো নেই তোমার আমার
চোখ ধাধানোর এই খেলা শুধু বন্দি

তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়ত পেলেও পেতে পারি আমি সঙ্গী

ভেবে দেখেছো কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে

একটি মন্তব্য পোস্ট করুন