Search Suggest

মুখোশে আমায় যেমন দেখো লিরিক্স । Mukhosh Lyrics By ARTCELL

মুখোশে আমায় যেমন দেখো - আর্টসেল


Song Info:
এলবাম- মুখোশ
ব্যাণ্ড- আর্টসেল

মুখোশে আমায় যেমন দেখো
আর্টসেল

মুখোশে আমায় যেমন দেখো
পরিচ্ছন্ন তোমার মত
মুখোশে আমার শরীর ঢাকা
তোমার চোখেও মুখোশ আঁকা
যতই মিথ্যের দেয়াল গড়ি
তোমার আমার চারিপাশে
নিজের আয়নায় মুখোশ বিহীন
পরে থাকি গল্প শেষে আমি
জানালার ভেতরে বাহিরে দুজন
দেয়াল এর কাছাকাছি যাই
দেয়ালে বাঁধা সস্তা জীবন
নিজের আয়নায় একলা দাঁড়াই
মুখোশে যাকে তুমি চেনো
চেনোনা যাকে মুখোশ বিহীন
আমরা দুজন সত্য পুরুষ
নিজের ভেতর দুজনেই পরাধীন
শূন্যতায় প্রশ্ন থাকে দাঁড়ায়ে
মনের খোলা ঘরে
দেয়ালের চৌকাঠে আয়নায়
কে সত্য? তুমি? না আমি?

একটি মন্তব্য পোস্ট করুন