Search Suggest

পোস্টগুলি

মুখরিত জীবন লিরিক্স । Mukhorto Jiboner Lyrics by Souls



মুখরিত জীবন - সোলস
পার্থ বড়ুয়াসোলস

এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি,
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগরো তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আখিতে আবীর মেখে
স্বপ্নের জ্বাল বুনেছি
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিল
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।


একটি মন্তব্য পোস্ট করুন