Search Suggest

Bedona Modhur Hoye Jay Lyrics বেদনা মধুর হয়ে যায়

Bedona Modhur Hoye Jay Lyrics বেদনা মধুর হয়ে যায়

Song Info:
Bedona Modhur Hoye Jay
Jagjit Singh

বেদনা মধুর হয়ে যায়
Jagjit Singh

 বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও।

কুয়াশায় রাত হয় ভোর,
কেটে যায় আঁধারের ঘোর।।
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও।।

বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও।।

যেদিন জেনেছে এই মন,
তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে,
সবই যে তোমার।।

যত ভুল ভেঙে গিয়ে তাই,
দেখি ফুল যেদিকেই চাই।।
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও।।

বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও।।
মুখের কথাই হয় যে গান,
তুমি যদি গাও।।

বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও।।





একটি মন্তব্য পোস্ট করুন