Search Suggest

পোস্টগুলি

Bari Siddiqui – Shua Chan Pakhi (শুয়াচান পাখি) Lyrics


Bari Siddiqui – Shua Chan Pakhi (শুয়াচান পাখি) Lyrics


শুয়াচান পাখি আমার, শুয়াচান পাখি
আমি ডাকিতাছিতুমি ঘুমাইছ নাকি
আমি ডাকিতাছিতুমি ঘুমাইছ নাকি

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি

আজ কেন হইলি নিরব,
মেলো দুটি অখিরে, পাখি..
আমি ডাকিতাছিতুমি ঘুমাইছ নাকি

বুলবুলি আর তোতা ময়না, কত নামে ডাকি
তরে, কত নামে ডাকি
শিকল কেটে চলে গেলে,
কারে লয়া থাকিরে, পাখি..
আমি ডাকি তুমি ঘুমাইছ নাকি

তোমার আমার এই পিরিতি, চন্দ্র সুর্য সাক্ষী
তোমার আমার এই পিরিতি, চন্দ্র সুর্য সাক্ষী

হঠাৎ করে চলে গেলে
বুঝলামনা চালাকিরে, পাখি
আমি ডাকি তুমি ঘুমাইছ নাকি

শুয়াচান পাখি আমার, শুয়াচান পাখি
আমি ডাকিতাছিতুমি ঘুমাইছ নাকি
আমি ডাকিতাছিতুমি ঘুমাইছ নাকি




Shua Chan Pakhi – পুবালী বাতাসে Mp3


Song Info:
Shua Chan Pakhi – পুবালী বাতাসে
Bari Siddiqui


Tags: Bari Siddiqui – Shua Chan Pakhi Lyrics পুবালী বাতাসে, Bari Siddiqui – Shua Chan Pakhi Lyrics, Bari Siddiqui – পুবালী বাতাসে Lyrics, Shua Chan Pakhi Mp3 Audio, Bari Siddiqui Lyrics, পুবালী বাতাসে, Shua Chan Pakhi Audio Lyrics, পুবালী বাতাসে Lyrics, Shua Chan Pakhi, পুবালী বাতাসে

একটি মন্তব্য পোস্ট করুন