Search Suggest

Bari Fera (বাড়ি ফেরা) Lyrics

Bari Fera (বাড়ি ফেরা) Lyrics

Song Info:
  • Bari Fera (বাড়ি ফেরা)
  • Sanjib Chowdhury

বাড়ি ফেরা
Sanjib Chowdhury

 যাই পেরিয়ে এই যে সবুজ বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী মস্ত আয়োজন
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া মাঠ

রাত জাগা পথ তাকে ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ নিরবধি

যাই পেরিয়ে নাম ছাড়া গ্রাম
যাই পেরিয়ে বীজন সাঁকো প্রিয় কোন নাম

যাও ফিরে ঘুম
একা জেগে শুধু রই আমি
ঘরে ফিরে ডাকে ঘর ছাড়া পাখি

রাত জাগা পথ তাকে ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ নিরবধি

যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া মাঠ

ঘুম ভাঙা পথ শেষ হতে বলো কতো বাকী
ভোর হবে বলে চোখ মেলে রাখি

রাত জাগা পথ তাকে ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ নিরবধি

যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া মাঠ

রাত জাগা পথ তাকে ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ নিরবধি

যাই পেরিয়ে এই যে সবুজ বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী মস্ত আয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন