Bari Fera (বাড়ি ফেরা) Lyrics
Song Info:
- Bari Fera (বাড়ি ফেরা)
- Sanjib Chowdhury
বাড়ি ফেরা
Sanjib Chowdhury
যাই
পেরিয়ে এই যে সবুজ
বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী মস্ত আয়োজন
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া
মাঠ
রাত জাগা পথ তাকে
ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ
নিরবধি
যাই পেরিয়ে নাম ছাড়া ঐ
গ্রাম
যাই পেরিয়ে বীজন সাঁকো প্রিয়
কোন নাম
যাও ফিরে ঘুম
একা জেগে শুধু রই
আমি
ঘরে ফিরে ডাকে ঘর
ছাড়া পাখি
রাত জাগা পথ তাকে
ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ
নিরবধি
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া
মাঠ
ঘুম ভাঙা পথ শেষ
হতে বলো কতো বাকী
ভোর হবে বলে চোখ
মেলে রাখি
রাত জাগা পথ তাকে
ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ
নিরবধি
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া
মাঠ
রাত জাগা পথ তাকে
ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ
নিরবধি
যাই পেরিয়ে এই যে সবুজ
বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী মস্ত আয়োজন।