Search Suggest

এখন অনেক রাত লিরিক্স । Ekhon Onek Raat Lyrics । Ayub Bachchu

Ekhon Onek Raat (এখন অনেক রাত) is a Bengali Band Music Song from album Ferari Mon. The vocalist of the song is Ayub Bachhu. The lyricist of the song i

Ayub Bachchu – Ekhon Onek Raat (এখন অনেক রাত লিরিক্স) Lyrics

Ekhon Onek Raat Lyrics By Ayub Bachchu

Ekhon Onek Raat (এখন অনেক রাত) is a Bengali Band Music Song from album Ferari Mon. The vocalist of the song is Ayub Bachhu. The lyricist of the song is Ayub Bachhu and The composer of the song is Ayub Bachhu.

Ekhon Onek Raat Song Info:

  • Song : Ekhon Onek Raat (এখন অনেক রাত)
  • Singer: Ayub Bachhu
  • Lyrics and Music: Ayub Bachhu
  • Album : Ferari Mon
  • Band: LRB( Love Runs Blind )

Ekhon Onek Raat Bengali Lyrics

এখন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে

আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে

চলে যাওয়া সেই পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে

এখন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে

এখন অনেক রাত Bengali Lyrics

Ekhon onek raat
Khola akasher niche
Jiboner onek ayojon
Aamay dekheche
Tai ami boshe achi
Dorojar opashe

Abegi amon raat
Vul kore ei pothe
Eshe jodi fire jaw
Aamay na peye

Chole jawa sei pothe
Jirijiri batashe
Aamar ei mon kade
Tomay na peye


একটি মন্তব্য পোস্ট করুন