Ark – Ore Amar pagol Mon (ওরে
আমার পাগল মন) Lyrics
ওরে
আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
সে তো আপন নয়
ওরে আমার পাগল মন।
ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
এদিক ওদিক চাইলে তুই দেখবি কত জন।
ঘর হারাইয়া পথ চইলা দেখবি এ ভুবন।
আসল মনো পাইতে হইলে
আসল মনো পাইতে হইলে
আসল মনো পাইতে হইলে
সাধন প্রয়োজন।
ওরে আমার পাগল মন।
ওরে আমার পাগল মন।
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
ওরে আমার পাগল মন।
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
ভবেরি এ মায়াজালে মন পুড়াইয়া হায়
সোনা হইলে পরে তারে সবাই পাইতে চায়
এক জীবনের জগৎটারে জীবন দিয়ে ভালোবেসে
আসল মনো পাইবি তুই ওই জগতে হায়
ওরে আমার পাগল মন।
ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
সে তো আপন নয়
ওরে আমার পাগল মন।
ওরে আমার পাগল মন।
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
দিও তোমার মন হায়রে পাগল মন
দিও তোমার মন হায়রে পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
সে তো আপন নয়
ওরে আমার পাগল মন।
ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
এদিক ওদিক চাইলে তুই দেখবি কত জন।
ঘর হারাইয়া পথ চইলা দেখবি এ ভুবন।
আসল মনো পাইতে হইলে
আসল মনো পাইতে হইলে
আসল মনো পাইতে হইলে
সাধন প্রয়োজন।
ওরে আমার পাগল মন।
ওরে আমার পাগল মন।
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
ওরে আমার পাগল মন।
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
ভবেরি এ মায়াজালে মন পুড়াইয়া হায়
সোনা হইলে পরে তারে সবাই পাইতে চায়
এক জীবনের জগৎটারে জীবন দিয়ে ভালোবেসে
আসল মনো পাইবি তুই ওই জগতে হায়
ওরে আমার পাগল মন।
ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
ওরে আমার পাগল মন
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
আপন আপন করিস যারে
সে তো আপন নয়
ওরে আমার পাগল মন।
ওরে আমার পাগল মন।
চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন
দিও তোমার মন হায়রে পাগল মন
দিও তোমার মন হায়রে পাগল মন
Ore Amar pagol Mon - ওরে
আমার পাগল মন Mp3
Song Info:
Ore Amar pagol Mon
Ark
Ore Amar pagol Mon
Ark
Tags: Ark – Ore Amar pagol Mon ওরে আমার
পাগল মন Lyrics, Ark – Ore Amar
pagol Mon Lyrics, Ark – ওরে
আমার পাগল মন Lyrics, Ore Amar pagol Mon Mp3 Audio, Ark
Lyrics, ওরে আমার পাগল মন,
Ore Amar pagol Mon Audio Lyrics, ওরে
আমার পাগল মন Lyrics, Ore Amar pagol Mon, ওরে আমার পাগল
মন