Andrew Kishore - Haire Manush (হায়রে মানুষ)
Lyrics
Song Info:
Haire Manush (হায়রে মানুষ)
Andrew Kishore
হায়রে মানুষ
Andrew Kishore
হায়রে
মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই
একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই
একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া
চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা
গেলেই ভুস!
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
মাটির মানুষ থাকে সোনার মহল
গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া
ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই
একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই
একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।