Search Suggest

এ এমন পরিচয় লিরিক্স । E Emon Porichoy Lyrics । Souls

এ এমন পরিচয় লিরিক্স । E Emon Porichoy Sung by Partho Barua. This E Emon Porichoy Song Lyrics In Bengali Written by Souls. I hope so would love to Rea

এ এমন পরিচয় লিরিক্স । E Emon Porichoy Song Lyrics In Bengali । Souls

E Emon Porichoy Lyrics By Souls:

এ এমন পরিচয় লিরিক্স । E Emon Porichoy Sung by Partho Barua. This E Emon Porichoy Song Lyrics In Bengali Written by Souls. I hope so would love to Read this song's Lyrics.

E Emon Porichoy Song Info:

  • Song : E Emon Porichoy
  • Released: 2014
  • Artist: Souls
  • Album: E Emon Porichoy
  • Subtitle: Mh MosTafa

এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা -পার্থ বড়ুয়া

এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা।
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা।

নিরালায় একা একা, এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে।
নিরালায় একা একা, এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে।
এ যেন কল্পনা, মিলন মোহনা
এ যেন কল্পনা, মিলন মোহনা
রঙীন চাদর বোনা।।

এ এমন বিনিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা।
আঁধারে চুপি চুপি, আঁকা বাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই, এত আপন করে
আঁধারে চুপি চুপি, আঁকা বাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই, এত আপন করে
এ যেন প্রভাতে, গভীর আবেশে
এ যেন প্রভাতে, গভীর আবেশে
স্নিগ্ধ শিশির ছোঁয়া।

এ এমন গীতিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা।

এ এমন পরিচয়, (♪এ এমন পরিচয়♪) অনুমতি প্রার্থনা (♪ অনুমতি প্রার্থনা ♪)
এ এমন বিনিময়, (♪এ এমন পরিচয়♪) কিছু শুভ সূচনা (♪ অনুমতি প্রার্থনা ♪)
এ এমন গীতিময়, (♪এ এমন পরিচয়♪) কিছু শুভ সূচনা (♪ অনুমতি প্রার্থনা ♪)
এ এমন পরিচয়, (♪এ এমন পরিচয়♪) অনুমতি প্রার্থনা (♪ অনুমতি প্রার্থনা ♪)

পার্থ বড়ুয়া একজন জনপ্রিয় বাংলাদেশী সঙ্গীত শিল্পী। বাংলাদেশের অন্যতম পুরনো গানের দল সোলস এর সদস্য। এছাড়া তিনি অভিনেতা হিসেবে নাটক, সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

পার্থ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষাজীবন কাটে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।

আশির দশকে চট্টগ্রামে ‘মেসেজ’ নামে একটি গানের দলের সাথে যুক্ত ছিলেন। পরবর্তিতে তিনি ‘সোলস’ এর সাথে যুক্ত হন। গায়ক হিসেবে সোলসের সাথে তার ১ম গানের অ্যালবাম প্রকাশ পায় ১৯৮৯ সালে। অনেক নাটক, টেলিফিল্মের অভিনয়ের পাশাপাশি তিনি আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য গান হচ্ছে হাজার বর্ষা রাত, মন শুধু মন ছুয়েছে ।

Read More:

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্স, english song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন