Search Suggest

টাইটেলঃ ১০১ লিরিক্স । আমার ফটোকপি করা সিট । রায়হান রাহী

টাইটেলঃ ১০১ লিরিক্স । আমার ফটোকপি করা সিট । রায়হান রাহী । Bangla Lyrics Dairy 2020। Song Info: লিরিক্স: রায়হান রাহী টিউন: রায়হান রাহী ভোকাল: রায়হান রাহী

টাইটেলঃ ১০১ লিরিক্স । আমার ফটোকপি করা সিট । রায়হান রাহী

টাইটেলঃ ১০১ লিরিক্স । আমার ফটোকপি করা সিট । রায়হান রাহী । Bangla Lyrics Dairy

Song Info:

  • লিরিক্স: রায়হান রাহী
  • টিউন: রায়হান রাহী
  • ভোকাল: রায়হান রাহী

টাইটেলঃ১০১ লিরিক্স রায়হান রাহী

আমায় ভুলে যাওয়া সহজ নয়
যেমন সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে
বৃষ্টিস্নাত ন্যুরেমবার্গে এক কাপ চা
কিংবা জটিল সংখ্যার মেটামরফোসিস সাহিত্যিক বাস্তবতা

আমাকে ছাড়া সবই- চুলায় ভাত রেখে ছয়ঘন্টার তরতাজা ঘুম
কিভাবে চলে যায় শুক্র হতে শনি রবি সোম
মঙ্গলে নামে বন্যা বুধে আর্কটিক চর
বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায় দ্য গ্রেট রেড স্পট

আমাকে ভুলে যাওয়া সহজ নয়
যত বেশি তুমি ভুলে যাবে তত মনে হবে- মনে হয়,
এসব নিত্যনতুন অনুষ্ঠানে জোরে গেয়ে ওঠা পরিচিত গানে
আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয়
আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয়
যত ভুলে যাবে তত মনে পড়ে যাবো,
ভুলে যাওয়া সোজা নয়

আমার ফটোকপি করা সিট,
আমার বাসের লাস্ট সিট,
আমার স্ক্র্যাচ পড়ে যাওয়া চশমার কাঁচ,
সাইনোফাইটিক ইট ।

আমার চিনি বেশী দেওয়া চা,
আমার ফোনে যান্ত্রিক মা,
আমার পকেটে বাঁচানো ডিম ভাজা ভাত,
মুখে হাঁসি বুকে ঘা ।

আমার অমনযোগী ক্লাসরুম,
আমর মগজে নষ্ট ধুম,
আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার,
লাশের মোড়কে ঘুম ।

আমার প্রেমে ডুবে থাকা নারী,
আমার বুমেরাং আহাজারি,
আমার ফেলে আসা তাজা কাজলের
চোখ কবিতার মহামারী ।

আমার বষার ভাঙা ছাতা,
আমার পেইজ শেষ হওয়া খাতা,
আমার সিজিপিএ লোভে রাতজাগা পড়া,
শিমুলের ঝরা পাতা ।

আমার সাধুর আসরে গান,
আমার জোড়াতালি দেয়া প্রাণ,
আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর,
মিছিলের অভিযান ।

আমার কলমের কালি শেষ,
আমার স্বজাতি আমার দেশ,
আমার বুদ্ধিজীবীতার ভাঙা রেকডার,
অস্থির জম্পেস ।

আমার পিংক ফ্লয়েডের সলো,
আমর মেঘদলও খুব ভালো,
আমার আটসেল ব্ল্যাক শিরোনামহীন
সব হাসি মুখে মাখা ছিলো ।

আামার ধূলোবালি জমা বই,
আমার বন্ধুরা সব কই,
আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর,
রাতের আড়ালে রই ।

একটি মন্তব্য পোস্ট করুন